বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
–
১৯৯৬ সালের ২৩ আগস্ট প্রণীত গঠনতন্ত্র অনুযায়ী
১. সদস্যদের পেশাগত আর্থিক, সামাজিক অধিকার ও সুযোগ সুবিধা সংরক্ষণ করা।
২. সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা, মর্যাদা, সুবিধাদি, সম্ভাবনা, সামাজিক কল্যাণ, অবস্থানের সংরক্ষণ ও উন্নয়ন করা।
৩. সদস্যদের সামগ্রিক স্বার্থ রক্ষাকল্পে কর্তৃপক্ষ ও সদস্যগণের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা।
৪. রেজিস্ট্রেশন সার্ভিসের পদসমূহের পদমর্যাদা উন্নয়নকল্পে সচেষ্ট হওয়া।
৫. সদস্যগণের চাকুরীর নিরাপত্তা বিধান করা। চাকুরীর শর্তাবলী যাহাতে যথাযথভাবে পালিত হয় তাহার নিশ্চয়তা বিধান করা ও তৎস¤পর্কিত অন্যান্য অধিকার সংরক্ষণ করা সদস্যগণের সকল প্রকার ন্যায্য ও বিধিসংগত দাবী দাওয়া আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৬. সদস্যগণ ও তাহাদের উপর নির্ভরশীল ব্যাক্তিদের মঙ্গলার্থে কল্যাণ তহবিল প্রতিষ্ঠা করা এবং
৭. সদস্যগণের আপদকালীন সময়ে কিংবা মৃত্যুর পর, বিধবা স্ত্রী, শিশু বা নির্ভরশীলদের দুঃখ দূরীকরণের নিমিত্তে এই তহবিল হইতে সাহায্য করা।
৮. কোন সদস্যের মৃত্যুর পর তাহার স্ত্রী, সন্তান কিংবা পোষ্যদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে সহায়তা করা। ৯. এই বিভাগের সংশ্লিষ্ট আইন কানুনের পরিবতর্ ন, পরিবর্ধন কিংবা প্রশাসনের উন œ য়নের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের সমীপে সুপারিশ প্রণয়ন ও পরামর্শ প্রদান করা।
১০. এসোসিয়েশনের সদস্যগনের মধ্যে সহযোগিতা এবং সংহতি বৃদ্ধি করা এবং ভ্রাতৃত্বসুলভ স¤পর্ক স্থাপন ও কর্মনিপুনতার মনোভাব সৃষ্টি করা।
১১. অন্যান্য পেশাভিত্তিক সমশ্রেণীর সংগঠন ও সংগঠনের সদস্যগণের সঙ্গে সহযোগিতা ও সংহতি বজায় রাখা এবং পেশার উন্নয়ন ও জনগণের সেবার লক্ষ্যে এ সকল সংগঠনের সহিত প্রয়োজনবোধে ঐক্য গড়ে তোলা।
You can quickly data scroll through the apps in dock using the digital crown.