এসোসিয়েশনের কার্যাবলী

১৯৯৬ সালের ২৩ আগস্ট প্রণীত গঠনতন্ত্র অনুযায়ী –

১. সার্ভিসের সদস্যগণের ন্যায্য দাবী আদায়ে ও সার্বিক উন্নয়নের
২. সহযোগিতা বৃদ্ধি এবং যেকোন পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মেলন, সভা ইত্যাদির ব্যবস্থা করিবে।
৩. সদস্যগণের জ্ঞান পিপাসা মিটাইবার জন্য এবং জ্ঞানের পরিধি বৃদ্ধিকল্পে পত্রিকা, সাময়িকী ইত্যাদি প্রকাশ করিবে।
৪. সদস্যগণ এবং তাহাদের পোষ্যদের ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের নিমিত্তে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন
ইত্যাদির ব্যবস্থা করিবে।
৫. দেশের উন্নয়নে সংশ্লিষ্ট হওয়ার জন্য বৃক্ষরোপন, পরিবেশ সংরক্ষণ, গণশিক্ষা, পরিবার পরিকল্পনা, সম্পদ উন্নয়ন এবং সরকার সূচিত সকল প্রকার জনকল্যাণমূলক কাযের্ র সহিত এই এসোসিয়েশন সম্পৃক্ত হইবে।
৬. দুর্ভিক্ষ, মহামারী, খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় এই এসোসিয়েশন দুর্গতদের সাহায্য ও সহযোগিতার জন্য কর্মসূচি গ্রহণ করিবে।
৭. এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য অন্য যেকোন কমর্ সূচি গ্রহণ করিবে।

Seither ist es ein parlamentarischer bundesstaat, der als monarchie zum commonwealth of nations hausarbeiten schreiben lassen gehört.

Bangladesh Registration Service Association © 2022 BRSA