সংক্ষেপে বি. আর. এস. এ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন রেজিস্ট্রেশন বিভাগের ইতিহাস শতাব্দী প্রাচীন। এ বিভাগের কর্মকর্তাদের একমাত্র সংগঠন “ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন” একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। ইংরেজ শাসনামলে ভারতীয় উপমহাদেশে “বেঙ্গল রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন” নামে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তা ইস্ট পাকিস্তান সার্ভিস এসোসিয়েশনে রূপান্তরিত হয়। এই এসোসিয়েশন ১৯৫৫ সালের ২৪ অক্টোবর তারিখে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় একটি গঠনতন্ত্র প্রণয়ন করে। এসোসিয়েশনের সদস্যরা সার্ভিসের উন্নয়নে কর্মকর্তাদের দাপ্তরিক ও সমষ্টিগত সমস্যার সমাধান, ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে কর্মকর্তাদের মধ্যে জনমত তৈরী এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে পরামর্শ প্রদানের পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমকে সহজ ও সাবলীল করতে সহায়তা প্রদানে তৎপর। এসোসিয়েশনের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন জনাব ইমাম হোসেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে এসোসিয়েশন তাঁর বর্তমাণ রূপ “ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন” সংক্ষেপে বি.আর.এস.এ নাম ধারণ করে। স্বাধীনতা উত্তর কালে নির্বাহী প্রধান হিসেবে যারা অত্র সংগঠনকে তাদের বলিষ্ঠ নেতৃত্বে সামনে এগিয়ে নিয়ে গেছেন তাঁরা হলেন জনাব মোঃ আব্দুল করিম চৌধুরী (১৯৭০-১৯৭৬), জনাব এ.ওয়াই.এম সিরাজুল ইসলাম (১৯৭৭-১৯৮১), জনাব মোঃ আব্দুস সাঈদ (১৯৮১-১৯৮৪), জনাব খন্দকার এ কে এম শাহজাহান (১৯৮৪-১৯৯২), জনাব মোঃ রফিকুল ইসলাম (১৯৯৩-১৯৯৬), জনাব মোঃ আব্দুল করিম সরকার (১৯৯৬-২০০০), জনাব মোঃ মজিবুর রহমান (২০০৪-২০০৮),জনাব মোঃ আব্দুস সামাদ মিয়া (২০১০-২০১২), জনাব মোঃ মাহফুজুর রহমান খান (২০১২-২০১৬) এবং জনাব শেখ কাওসার আহমেদ (২০১৬- বর্তমান)।
১৯৯৬ সালের ২৩ আগস্ট সংগঠনের একটি নতুন গঠনতন্ত্র প্রণীত হয়। গঠনতন্ত্র অনুযায়ী রেজিস্ট্রেশন বিভাগের সকল অফিসার ( সাব রেজিস্ট্রার থেকে সর্বোচ্চ পদের অধিকারী) এই এসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য হবেন। সভাপতি এবং কার্য নির্বাহী পরিষদের সকল পদাধিকারীগণকে সদস্যদের মাধ্যমে নির্বাচিত হতে হবে। ২০১৬ সালের ২ এপ্রিল বর্তমান সভাপতি জনাব দ্বীপক কুমার সরকার, মহাসচিব জনাব শেখ কাওসার আহমেদ এর নেতৃত্বে বি.আর.এস.এ.এর বর্তমান কার্য নির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করে। Type in a title for your question and choose one of the following questions types multiple choice, checkbox, short answer, paragraph 2- create a form https://dissertationowl.com from a spreadsheet in google sheets while working with a spreadsheet, click insert form.

Bangladesh Registration Service Association © 2022 BRSA